লালপুরে পুরাতন পদ্মার চর ও ব্যক্তি মালিকানার জমি থেকে অবৈধভাবে বালু কেটে বিক্রি করছে প্রভাবশালী একটি মহল।
এ ব্যাপারে বিভিন্ন স্থানে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না জমির মালিকরা। বরং অভিযোগ দেয়ায় হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।নাটোরের লালপুরের বিলমাড়িয়া ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে পুরাতন পদ্মা। কালের আবর্তে গতিপথ পরিবর্তন করলেও বর্ষায় এখনো মরা পদ্মার তলদেশ ও আশেপাশের জমিতে বালু ও পলি পড়ে।
স্থায়ীয়রা জানান, মাটি কেটে ও বালু তুলে নেয়ায় কৃষি জমির উৎপাদন ক্ষমতা নষ্ট হচ্ছে। প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ দিলেও কোন প্রতিকার মেলেনি বলে জানান ভুক্তভোগীরা।বালু কাটা ও বিক্রির সাথে বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টুর জড়িত থাকার কথা উঠে আসলেও তিনি তা অস্বীকার করেছেন।
বিষয়টি তার এখতিয়ার বহির্ভূত উল্লেখ করে তিনি জানান, প্রশাসন চাইলে এটি বন্ধ করে দিতে পারে।এদিকে অবৈধভাবে বালু কাটার বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা সার্ভেয়ারকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।অভিযোগের প্রমাণ পেলে জড়িতদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।