সুজানগর প্রতিনিধি !! পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি পুলিশ ফাঁড়ির ৮ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (০৬ জুন) রাতে এই তথ্য নিশ্চিত করেন সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান।
তিনি বলেন সাগরকান্দি পুলিশ ফাঁড়ির ১১ জন পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছিল, এর মধ্যে ৮ জনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্তের রিপোর্ট পাওয়ার পর জরুরী ভিত্তিতে পুলিশ ফাঁড়ি লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান, পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল ফরহাদ হোসেন।