সুজানগর প্রতিনিধি !! পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি পুলিশ ফাঁড়ির ৮ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (০৬ জুন) রাতে এই তথ্য নিশ্চিত করেন সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান।
তিনি বলেন সাগরকান্দি পুলিশ ফাঁড়ির ১১ জন পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছিল, এর মধ্যে ৮ জনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্তের রিপোর্ট পাওয়ার পর জরুরী ভিত্তিতে পুলিশ ফাঁড়ি লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান, পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল ফরহাদ হোসেন।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ