আগামী ২৬শে সেপ্টেম্বর পাবনা ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে উপ-নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীরা।
কেন্দ্রীয় নেতাদের সার্বিক দিকনির্দেশনায় সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা।
এদিকে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে দিনভর পথসভা, কর্মীসভা, প্রতিনিধি সম্মেলন সহ বিভিন্ন ধরনের প্রচারণায় একাত্মতা ঘোষনা করেছেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা সদর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র কামরুল হোসেন মিন্টু, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম সহ পাবনা জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন সমন্বয় ও তদারকী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনী প্রচারনা ও সমন্বয়ের জন্য দুই উপজেলার পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন করেছে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে ভোট চাইছেন জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিকসহ যুবলীগের নেতৃবৃন্দ।
আওয়ামীলীগ যুবলীগের পাশাপাশি মাঠে তৎপর রয়েছে ঈশ্বরদী উপজেলা যুব মহিলালীগের নেতৃবৃন্দ।
এদিকে নৌকার প্রচারণায় ঈশ্বরদী আটঘরিয়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দিনভর গনসংযোগ, উঠান বৈঠক ও নির্বাচনী সমাবেশে ব্যাস্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাঞ্জাব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর হোসেন, আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন, পাবনা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলীসহ ঈশ্বরদী -আটঘরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, এই আসনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন দলের পক্ষে মনোনয়ন দেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুজ্জামান বিশ্বাসকে।
গুরুত্বপূর্ণ এই আসনে নৌকাকে বিজয়ী করতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা ও উপজেলা নেতাকর্মীরা তৎপর রয়েছেন। তাই অতিতের রেকর্ড ভেঙ্গে নৌকাকে বিপুল ভোটে জয়ী করতে দিনভর কাজ করছেন তৃনমূল নেতাকর্মীরা।
এই বিভাগের আরো খবর........