বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

পাবনা-৪ উপ-নির্বাচনে মহিলা যুবলীগের গণসংযোগ ও ভোট প্রার্থনা

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী  বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের পক্ষে ঈশ্বরদী বাজার, স্টেশন রোডসহ প্রেসক্লাব এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন মহিলা যুবলীগের নেতৃবৃন্দ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী গণসংযোগে উপস্থিত ছিলেন আওয়ামী মহিলা যুবলীগ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস  কনা, ঈশ্বরদী উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পাবনা মহিলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক আজমেরী হাসনাত আশা, পাবনা পৌর মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক শাম্মী আক্তার শিউলি, ঈশ্বরদী উপজেলা মহিলা যুবলীগের যুগ্ম আহবায়ক হীরা খাতুন ও চুমকী খাতুন, উপজেলা মহিলা যুবলীগের সদস্য নিলুফা ইয়াসমিন, রুহানী সাবরিন, শাম্মী আহসান প্রমূখ নেতৃবৃন্দ।

এবারের নির্বাচনে মহিলা যুবলীগের শ্লোগান “যুব মহিলা লীগের নিবেদন ভোট কেন্দ্রে মা বোনদের আগমন” আমরা চায় প্রতিটি মা-বোন ভোট কেন্দ্রে আসুক। আমরা মা-বোনদের ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে নানামুখী উদ্যোগ নিয়েছি। একই সঙ্গে নৌকা  প্রতীকে ভোট দিয়ে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসকে জয়যুক্ত করে ঈশ্বরদী-আটঘরিয়ার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর