খাগড়াছড়ি জেলার মানিকছড়ি গরু বাজারস্থ ইস্কন ( শ্রী শ্রী বৈরাগী বাবার সেবা আশ্রাম) মন্দির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বিকাল ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। পরে স্থানীয় লোকজন আগুন নেভাতে ছুটে আসে এবং লক্ষীছড়ি ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
লক্ষীছড়ি ফায়ার সার্ভিসের দল নেতা ছলিমউল্লাহ চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি এবং প্রায় দেড় ঘণ্টা পুলিশ, সেনাবাহিনী, উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্থানীদের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আসে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল পাল জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে বাদ্য যন্ত্র ও আসবাবপত্রসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে যায়।