বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

করোনার জেরে বাতিল হল ২০২০ ব্যালন ডি’অর

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

বার্তা কক্ষ !! করোনাভাইরাসের প্রাদুর্ভাবে টালমাটাল অবস্থা ক্রীড়ামহলে। অনেক পিছিয়ে পড়া ফুটবল ফিরেছে দর্শকশূন্য মাঠে। এবার করোনাভাইরাসের জেরে বাতিল হলো চলতি বছর ফুটবলের সাম্মানিক ব্যালন ডি’অর প্রদান। সোমবার এমনটাই ঘোষণা করল ফ্রান্সের ফুটবল সংস্থা। অর্থাৎ, বর্ষসেরা ফুটবলারের সবচেয়ে সাম্মানিক হিসেবে বিবেচিত পুরস্কারের জন্য মেসি-রোনালদো ফ্যানেদের গলা ফাটানো থেকে চলতি বছর বঞ্চিত হবে ফুটবলমহল।

সোমবার ফ্রান্স ফুটবল এক বিবৃতিতে জানিয়েছে, ‘এক ব্যতিক্রমী পরিস্থিতিতে দাঁড়িয়ে ইতিহাসে প্রথমবার ব্যালন ডি’অর প্রদান থেকে বিরত থাকছে ফ্রান্স ফুটবল। ১৯৫৬ শুরু হওয়া এই সাম্মানিক পুরস্কার ২০২০ প্রদান করা হবে না অস্বাভাবিক পরিস্থিতির জন্য।’

কোভিড-১৯ বিশ্বব্যাপী খেলাধুলার জগতে ব্যাপক প্রভাব ফেলেছে। অতিমারির জেরে একবছরের জন্য স্থগিত হয়েছে টোকিও অলিম্পিক, পিছিয়ে গিয়েছে ইউরো, বাতিল হয়েছে উইম্বলডন। সাম্মানিক ব্যালন ডি’অর পুরস্কার প্রদান বাতিল হওয়ার ঘটনা সেই তালিকায় নয়া সংযোজন মাত্র।

ব্যালন ডি’অর বাতিল প্রসঙ্গে ফ্রান্সের ফুটবল সংস্থা আরও জানিয়েছে, চলতি বছরকে অন্যান্য বছরের মত দেখলে অন্যায় হবে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জেদ ধরে থাকার চেয়ে বিরত থাকাই ভালো। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জনমত তৈরি করার জন্য এবং সেরাদের সেরা বেছে নেওয়ার জন্য আমরা এগারো মাসের মধ্যে মাত্র দু’মাস হাতে পেয়েছি। তাই অন্যান্য বছরের সঙ্গে পাল্লা দিয়ে বিচার করা খুবই কঠিন। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর সাধারণ শর্তাবলি (ক্লোজ-ডোর, পাঁচটি পরিবর্তন) থেকে আমরা অনেক দূরে। তাই সেরা নির্বাচন করার জন্য এমন বিকলাঙ্গ মৌসুমের উপর নির্ভর করা উপযুক্ত হবে না।’


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর