এস এম রাজা // সূর্যের তাপে করোনায় মৃত্যুর ঝুঁকি কম এরকমটায় শোনা যাচ্ছে সারাবিশ্বে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার পর থেকেই। করোনার সংক্রমণ প্রতিরোধের জন্য গবেষণার কোনো কমতি নেই।
করোনা উদ্ভব হওয়ার পর থেকেই শুরু হয়েছে প্রতিরোধ প্রচেষ্টা। ভ্যাকসিন ছাড়াও প্রাকৃতিক উপায়ে কিভাবে করোনা থেকে রক্ষা পাওয়া যায় তা নিয়ে চলছে ব্যাপক গবেষণা। গবেষকরা বলছেন, সূর্যের তাপ করোনায় মৃত্যুর ঝুঁকি কমাতে সহায়ক।
ইংল্যান্ডের এডেনবার্গ ইউনিভার্সিটিতে নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, সূর্যের তাপমাত্রা ভিন্ন হলেও আর্দ্রতা ভেদে এবং অতি বেগুনি রশ্মির প্রভাবে করোনা ভাইরাস দূর্বল হয়ে যায়। প্রাকৃতিক অতি বেগুনি রশ্মি এবং করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার ব্যাপারে সম্পর্ক রয়েছে বলে তারা জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই এবং ক্রমাগতভাবে এই সংক্রমণ বৃদ্ধিই পেয়ে চলেছে। অন্যদিকে, করোনার টিকা দ্রুত উদ্ভাবনের ব্যাপারে সারাবিশ্বের বিভিন্ন দেশের বৈজ্ঞানীকরা প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে এখনও পর্যন্ত সেটা সম্ভব হয়নি। বিজ্ঞানীরা বলছেন, অতি বেগুনি রশ্মি সূর্যের তাপ ও কোভিড-১৯ আক্রান্ত প্রথম রোগী পাওয়ার পর ছয় মাস অতিবাহিত হয়েছে। গবেষণায় করোনার ব্যাপারে নতুন নতুন তথ্যই বেড়িয়ে আসছে এখনও পর্যন্ত। দিন যতই যাচ্ছে ততই গবেষকরা করোনার বিষয়ে নতুন নতুন তথ্য প্রাপ্তিতে সক্ষম হচ্ছেন। বিজ্ঞানীরা মনে করেন, অতি বেগুনি রশ্মি করোনায় মৃত্যুর হার কমানোর ব্যাপারে যথেষ্ট প্রভাব সৃষ্টি করতে পারে।
ইতিপূর্বে গবেষকরাই আরেক গবেষণায় দেখেছেন যে, সূর্যের রশ্মি রক্তের চাপ কমিয়ে দিতে সক্ষম এবং ভিটামিন “ডি” এর পরিমাণ বাড়িয়ে দিতে সহায়ক। সে কারণেই অতি বেগুনি রশ্মির প্রভাবে রক্তচাপ কমে যায়। একই কারণেই আবার হার্ট অ্যাটাকের ঝুঁকিও কম হয়ে যায় বলে তারা জানান। মার্কিন যুক্তরাষ্ট্র,ইতালি ও ইংল্যান্ডে করোনায় আক্রান্ত রোগীদের নিয়ে গবেষণা করে তারা দেখতে পেয়েছেন অতি বেগুনি রশ্মির সঙ্গে করোনায় মৃত্যুর হারের সম্পর্ক রয়েছে গভীরভাবে।
গবেষকরা বলছেন, অতি বেগুনি রশ্মি মার্কিন যুক্তরাষ্ট্রে ২৭ শতাংশ, ইংল্যান্ডে ৪৯ শতাংশ এবং ইতালিতে ১৯ শতাংশ মৃত্যুর ঝুঁকি কমিয়ে দিয়েছে। সুতরাং, সূর্যের তাপের এই বিষয়টি করোনার সাথে অংগাগি ভাবে জড়িত এবং মানব দেহের জন্য অনেক উপকারী এ কথাটা বলা যেতেই পারে।
এই বিভাগের আরো খবর........