ফজলুর রহমান (লালপুর) প্রতিনিধি// মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২০ উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মাঝে আজ বুধবার (৮ জুলাই) পুরস্কার বিতরন করা হয়।
লালপুর উপজেলার আট্টিকায় আলোর দিশারী যুব স্বেচ্ছাসেবী সংগঠন অফিসে অংশগ্রহনকারীদের হাতে পুরস্কার তুলে দেন লালপুর উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক ও Drag Abuse Resistance and Understanding (দাড়াও) প্রকল্পের লালপুর উপজেলা শাখার স্বেচ্ছাসেবক প্রভাষক মোয়াজ্জেম হোসেন।
নারী ও শিশু কল্যাণ সোসাইটি (এন.এস.কে.এস) এর Drag Abuse Resistance and Understanding (দাড়াও) প্রকল্পের অধীনে জুম অ্যাপসে্র মাধ্যমে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে আর্থিক সহযোগীতায় রয়েছেন ইউএসএইড ও ইউকেএইড। প্রচার ও বাস্তবায়নে রয়েছে লাইট হাউজ, ঢাকা আহ্ছানিয়া মিশন, আশক্ত পূনর্বাসন সংস্থা (আপস)-রাজশাহী এবং নারী ও শিশু কল্যাণ সোসাইটি (এনএসকেএস)। কারিগরি সহযোগীতা করেন কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল।