ফজলুর রহমান (লালপুর) প্রতিনিধি// নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (০২ জুলাই-২০২০) সন্ধ্যার দিকে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মুল বানীন দ্যুতির ভ্রাম্যমান আদালত লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর বালুরঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে মাটি ও বালি ব্যবস্থাপনা আইন-২০১০ এর (১) ধারা অনুযায়ী লালপুর উপজেলার গৌরীপুরের মৃত আব্দুর রাজ্জাক মালিথার ছেলে মো: আবু সাঈদ টুটুল কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।