শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন

ঈশ্বরদী বাস টার্মিনালের জায়গা দখল করে অবৈধ স্থাপনা

বার্তাকক্ষ
আজকের তারিখঃ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
ইট বালুর ব্যবসা

ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালের জায়গা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন সংগঠনের অফিস। নির্মাণ করা হয়েছে স্থাপনাও। একই সঙ্গে কিছু অংশ দখল করেও গড়ে তোলা হয়েছে ইট বালুর ব্যবসা প্রতিষ্ঠান।
পৌরসভা কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি স্থানীয়দের। তবে কর্তৃপক্ষ বলছে, প্রশাসন তৎপর আছে। কাউকে ছাড় দেয়া হবে না। বহুদিন ধরে অপরিষ্কার ও খানাখন্দে ভরা জায়গাটি। বেদখল, সংস্কার না করা ও বিভিন্ন জটিলতার কারণে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই টার্মিনালের পেছনের অংশ। সুবিধাবঞ্চিত হচ্ছে ঈশ্বরদী বাসী।
এ প্রসঙ্গে ঈশ্বরদী পৌর প্রশাসক সুবীর কুমার দাশ জানান, পৌরসভার অনুমোদন ছাড়াই টার্মিনালের জায়গায় অফিস ঘর নির্মাণ করা হয়েছে। এতে অন্যরা লাভবান হলেও পৌরসভা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি দ্রুত সময়ের মধ্যে টার্মিনালের জায়গা দখলমুক্ত করে এসব সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস প্রদান করেন।
এ দিকে ঈশ্বরদী পৌরসভার মাছ ও মুরগীর বাজার স্থায়ী ভাবে বসানোর জন্য দোকান ঘর নির্মাণ করে হচ্ছে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর