মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ

ঈশ্বরদীতে সহিংসতা ও নাশকতা চেষ্টায় ৩ মামলা, গ্রেপ্তার ৩০

বার্তাকক্ষ
আজকের তারিখঃ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে সহিংসতা ও  নাশকতা ঘটনার চেষ্টায় ৩টি মামলা হয়েছে।

এসব মামলায় আসামি করা হয়েছে অন্তত ১৫০ থেকে ২০০ জনকে। এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী পুলিশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঈশ্বরদী থানায় সহিংসতা ও নাশকতা ঘটনার চেষ্টায় ৩টি মামলা হয়েছে। ১৭ জুলাইয়ের পর থেকে হওয়া এসব মামলায় এজাহারনামীয় আসামি ২০ জন। এর বাইরে মামলাগুলোয় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে।

ঈশ্বরদী থানা পরিদর্শক তদন্ত মনিরুল ইসলাম জানান, সহিংসতা ও নাশকতা ঘটনার চেষ্টায় ৩টি মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার হয়েছেন ৩০ জন। যাঁরা অভিযুক্ত তাঁদেরই গ্রেপ্তার করা হচ্ছে এবং সহিংসতায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশের এ কর্মকর্তারা জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর