বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

ঈশ্বরদীতে অক্সফোর্ড চাইল্ড একাডেমির দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড চাইল্ড একাডেমির দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামে অক্সফোর্ড চাইল্ড একাডেমি চত্ত্বরে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার টি এম রাহসিন কবির। পরে উৎসবের আমেজে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্ববোধক গানের সাথে মনমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করা হয়।

 

বিদ্যালয়ের পরিচালক, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ এর সার্বিক পরিচালনায় প্রধান শিক্ষক আজমেরী সুলতানার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, পাবনা জেলা পরিষদ সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি তসলিম আরিফ তুষার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলার চর কুরুলিয়া সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক সেলিম রেজা সহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, ও আমন্ত্রিত অতিথি।

দুইদিন ব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছিল ৩০টি ইভেন্টের খেলা। পরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার তুলে দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল ইসলাম।

এ ছাড়াও গত বছর বাংলাদেশ কিন্ডারগার্টেন বোর্ড থেকে শিক্ষাবৃত্তি পাওয়া বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর