পাবনার আটঘরিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বাংলাদেশ শিক্ষক সমিতি আটঘরিয়া উপজেলা শাখার নেতারা মতবিনিময় করেছেন।
বুধবার (৩০ আগস্ট) আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।
তার আগে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক নেতারা।
মতবিনিময় সভায় বক্তব্য দেন- নবাগত ইউএনও মো. নাহারুল ইসলাম, সমিতির আহ্বায়ক প্রধান শিক্ষক মো. মাহাতাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক প্রধান শিক্ষক মো. আফতাব হোসেন, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক মাহাবুবা মায়া প্রমুখ। সভা সঞ্চালনা করেন সমিতির সম্পাদক মো. জিল্লুর রহমান।