বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন

পাবনাকে সংযুক্ত করে ২য় পদ্মা সেতুর দাবিতে মানববন্ধন

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন
২য় পদ্মা সেতুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত।

পাবনাকে সংযুক্ত করে ২য় পদ্মা সেতুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আমরা পাবনাবাসীর ব্যানারে শনিবার (০১ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ঢাকাস্থ পাবনাবাসী ও স্থানীয় সাধারণ মানুষসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ব্যানার ফেস্টুন নিয়ে সেতুর দাবিতে মিলিত হন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মানিকগঞ্জ-পাবনা সংযোগ সেতু হলে পাবনাসহ উত্তর ও দক্ষিণবঙ্গে কয়েক জেলার মানুষ অল্প সময়ে রাজধানী ঢাকায় যেতে পারবেন।

বক্তারা বলেন, পাবনা জেলাসহ নাটোর, রাজশাহী, কুষ্টিয়া জেলার মানুষসহ এই অঞ্চলগুলোর ব্যবসায়িক পরিবহন ও গণপরিবহনের যাতায়াতের সুবিধা হবে। বর্তমানে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে দীর্ঘপথ অতিক্রম করে তাদের চলাচল করতে হয়। এই কারণে পরিবহনগুলো তেল ও সময় দুটোই ব্যয় হচ্ছ। আর এই সেতু চালু হলে সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে, অন্যদিকে মানুষের ভোগান্তি কমে আসবে।

তাই ভুক্তভোগী সাধারণ মানুষের অসুবিধার কথা বিবেচনা করে বর্তমান সরকার ও সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করে মানিকগঞ্জ-পাবনা সংযোগ সেতু বাস্তবায়নের দাবি জানান বক্তারা।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর