বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৪ হাজার ৮০৩ জন শিক্ষার্থী

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
ফাইল ছবি:

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল শুরু হবে। এ বছর সাধারণ শিক্ষা , মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ঈশ্বরদীতে মোট ৬৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

ঈশ্বরদীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজার ১২ জন, ১৬টি মাদ্রাসায় ৪১৫ জন ও কারিগরি পরীক্ষার্থী রয়েছে ৩৭৬ জন। উপজেলা শিক্ষা অফিস সূত্র জানাই, উপজেলায় কারিগরি ও মাদ্রাসার দুটি কেন্দ্রসহ মোট ৭ টি কেন্দ্রে এবার এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক পর্যায়ে সাধারণ পরীক্ষার্থীদের সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ১৮ জন,  ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ১৩৪ জন, নর্থ বেঙ্গল পেপার মিল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৯৯ জন, পাকশী রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০০ জন ও বাঁশেরবাদা বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬১ জন পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেবে।

এ ছাড়া উপজেলার ১৬টি মাদ্রাসার ৪১৫ জন পরীক্ষার্থী ঈশ্বরদী আলিম মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কারিগরির ৩৭৬ জন পরীক্ষার্থী অংশ নেবে উপজেলার অরণকোলায় অবস্থিত ভোকেশনাল ইন্সটিটিউট কেন্দ্রে।

এবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই হলে প্রবেশ করতে হবে।

ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৩০ এপ্রিল থেকে। পরীক্ষা কেন্দ্র গুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরীক্ষা চলাকালে দায়িত্বে নিয়োজিত থাকবেন।

২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষায় নেওয়া হবে। সাধারণ শিক্ষা বোর্ডগুলো তত্ত্বীয় পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ২৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৪ মে শুরু হয়ে ৩০ মে’র মধ্যে শেষ করতে হবে। মাদ্রাসা শিক্ষাবোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ২৫ মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৭ মে শুরু হয়ে ৩ জুনের মধ্যে শেষ করতে হবে। কারিগরি শিক্ষা বোর্ড তত্ত্বীয় পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ২৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা ২০ মে থেকে ৪ জুনের মধ্যে শেষ করতে হবে। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর