ঈশ্বরদীতে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখা ভুক্ত ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১’ এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের উপর এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় এ কর্মশালায় উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ জন শিক্ষক অংশ গ্রহন করে।
এ ছাড়া কর্মশালার প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম ও সুগারক্রপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আনোয়ার।
মঙ্গলবার শুরু হয়ে ১ম ধাপের এ কর্মশালা আজ দ্বিতীয় দিনে ইংরেজী বিষয়ে ৩১ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহন করছে।
উল্লেখ্য যে, প্রশিক্ষণে অংশ গ্রহনকারীদের যাতয়াত ভাতা বাবদ প্রতিদিন সম্মানী প্রদান করছে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখা।