“শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে” ঈশ্বরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ শূন্য পদে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাদের বরণ করে নিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৭ জন নব নিয়োগপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান বিপ্লবেএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পি. এম. ইমরুল কায়েস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, গোলাম মোস্তফা, আসলাম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাদের উদেশ্যে প্রধান অতিথি পি. এম. ইমরুল কায়েস বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সিনিয়র শিক্ষক ও শিক্ষিকাদের সম্মান প্রদর্শন সহ ছোট ছোট শিশুদের যত্ন সহকারে লেখাপড়া সেখাতে হবে।