বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ঈশ্বরদীতে কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষা শুরু

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষা

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে সারাদেশের ন্যায় ঈশ্বরদীতে কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। দু’দিন ব্যাপী ৩টি বিষয়ের উপর (বাংলা, ইংরেজী ও গনিত) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার সলিমপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঈশ্বরদীর সভাপতি ও কেন্দ্র সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও হল সুপার আবুল কালাম আজাদ সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন, পাবনা জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার ও সলিমপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ রবিউল আলম।

উল্লেখ্য, আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঈশ্বরদীর অধিভুক্ত ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৬৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করছে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর