ফজলুর রহমান লালপুর ( নাটোর) প্রতিনিধি !! নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামের এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে লালপুর উপজেলায় ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। তবে আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২ জন সুস্থ হয়েছেন।
আক্রান্ত ব্যক্তির বিষয় নিশ্চিত করেছেন ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় ও মেম্বার তরিকুল ইসলাম নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, আজ নাটোর জেলার লালপুর উপজেলার শিবনগর গ্রামে ১ জন ও বড়াইগ্রাম উপজেলায় ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি জানান, আক্রান্ত ব্যক্তির বাড়িটি লকডাউন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।