বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

চাটমোহরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার করায় দুই শিক্ষক বহিস্কার

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

পাবনার চাটমোহরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে দুই শিক্ষককে বহিস্কার করা হয়েছে। চাটমোহর সরকারি রাজা চন্দ্র নাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরুর পর চাটমোহর সরকারি রাজা চন্দ্র নাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাইকোলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি বিজ্ঞান) আবুল হাসান ও উত্তর সেনগ্রাম হাইস্কুলের সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) মাসুর রানা তাদের পকেটে মোবাইল ফোন থাকার বিষযটি অস্বীকার করেন।

ঘটনাটি সন্দেহ হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেজ জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়ায় মোবাইল দুটি জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতাজ মহল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই দুই শিক্ষককে কেন্দ্র হতে দুই বছরের জন্য বহিস্কার করেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর