ঈশ্বরদীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে অনুপস্থিত ছিলেন ৬১ জন পরীক্ষার্থী। তবে এতে পরীক্ষার্থী বা পরিদর্শক বহিষ্কার হননি।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা মাধ্রমিক শিক্ষা কর্মকর্তা।
তিনি জানান, ঈশ্বরদীতে ৫টি এসএসসি পরীক্ষা কেন্দ্র ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১টি দাখিল পরীক্ষা কেন্দ্র ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১টি ভোকেশনাল কেন্দ্রে সর্বমোট ৪ হাজার ৪০৩ জন পরীক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।
এবছর উপজেলার সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৮ জন, ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২ জন, নর্থ বেঙ্গল পেপার মিল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ জন, পাকশী রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ জন ও বাঁশেরবাদা বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬ জন, ঈশ্বরদী আলিম মাদ্রাসা কেন্দ্রে ২১ জন, কারিগরি ভোকেশনাল ইন্সটিটিউট কেন্দ্রে ১২ জন অনুপস্থিত ছিলেন।