করোনা ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর সাধারণ শিক্ষা , মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ঈশ্বরদীতে মোট ৬৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৭৭৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ৬৯৪ , ১৬টি মাদ্রাসায় ৫৩৪ ও কারিগরি পরীক্ষার্থী রয়েছে ৫৪৫ জন।উপজেলা শিক্ষা অফিস সূত্র জানাই, উপজেলায় কারিগরি ও মাদ্রাসার দুটি কেন্দ্রসহ মোট ৭টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক পর্যায়ে সাধারণ পরীক্ষার্থীদের সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৯২১, ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৬৪ জন, নর্থ বেঙ্গল পেপার মিল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫০ জন, পাকশী রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৪৫ জন ও বাঁশের বাদা বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪১৪ জন পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেবে।
এ ছাড়া উপজেলার ১৬টি মাদ্রাসার ৫৩৪ জন পরীক্ষার্থী ঈশ্বরদী আলিম মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কারিগরির ৫৪৫ জন পরীক্ষার্থী অংশ নেবে উপজেলার অরণকোলায় অবস্থিত ভোকেশনাল ইন্সটিটিউট কেন্দ্রে।
এবার ১০ টার পরিবর্তে এক ঘণ্টা পিছিয়ে পরীক্ষা শুরু হবে বেলা ১১ টায়, শেষ হবে দুপুর ১ টায়। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে এবার পরীক্ষা হচ্ছে। এ জন্য পরীক্ষার সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টা করা হয়েছে ।
ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার এসব তথ্য নিশ্চিত করে বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। পরীক্ষা কেন্দ্র গুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরীক্ষা চলাকালে দায়িত্বে নিয়োজিত থাকবেন।