বার্তা কক্ষঃ- দেশে শনিবার (৬ জুন) থেকে রবিবার (৭ জুন) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন৷ একই সময়ে নতুন করে আরও ২,৭৪৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
ফলে বাংলাদেশে এপর্যন্ত মারা গেছেন ৮৮৮ জন এবং ৬৫,৭৬৯ জন ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
রবিবার (৭ জুন) দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।