নিজস্ব প্রতিবেদকঃ- করোনা সংকটে বিপর্যস্ত পরিস্থিতিতেও পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ সালে জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতি বছর সারাবিশ্বে ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন করা হয়।
এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় সীমিত পরিসরে বৃক্ষরোপণের মধ্যদিয়ে পাবনায়ও পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।
দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা ছাত্রলীগের আয়োজনে পাবনা শহরের লাইব্রেরী বাজার বাই দ্যা বাই এর পাশে ৫জুন বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।
এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বাড়ির আঙ্গিনায় একটি করে ফলদ ও বনজ গাছ লাগানোর আহ্বান জানান। সেই সাথে করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন তিনি। দিবসটি সম্পর্কে তিনি বলেন, দিবসটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে, পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো।
এ কারণে প্রতিবছরই ভিন্ন ভিন্ন প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো “প্রকৃতির জন্য সময়’ এর লক্ষ্য কীভাবে পৃথিবীর বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের বিকাশ করা যায়, সেই রূপ কাঠামো গঠন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দীন প্রধান, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, পৌর আওয়ামীলীগের সদস্য কামরুজ্জামান রকি, ১৩ নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাঙা, জেলা যুবলীগের সদস্য নাসির উদ্দিন শুভ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, পাবনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান রিংকু, দপ্তর সম্পাদক আদনান আল মাহফুজ চমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাহাত হোসেন পল্লব সহ আরো অনেকেই।
এদিকে জেলা ছাত্রলীগের বিশ্ব পরিবেশ দিবস পালন-
পাবনায় বৃক্ষরোপণ কর্মসূচীর মধ্যদিয়ে জেলা ছাত্রলীগের বিশ্ব পরিবেশ দিবস পালন। শুক্রবার দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবসের বৃক্ষরোপণ এ কর্মসূচী শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সহ সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক অনিক আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সজিব, নিয়ন খান, প্রচার সম্পাদক সাদ্দাম, সদস্য এনামুল হক সৈকত, স¤্রাট ও পিয়াসসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
এই বিভাগের আরো খবর........