বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

ঈশ্বরদী পিয়ারাখালী শিশু-শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা বিদ্যানিকেতনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

খেলাচ্ছলে শুধু নারী শিক্ষক দিয়ে আধুনিক শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সমানভাবেই গুরুত্ব দিয়ে পরিচালিত হয়ে আসছে ঈশ্বরদী শহরের পিয়ারাখালী মহল্লায় একমাত্র শিশুদের -শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা বিদ্যানিকেতন। ঈশ্বরদী শহরের খুদে শিক্ষার্থী ও অভিভাবকদের পছন্দের একমাত্র শিশুশিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ মার্চ) ঈশ্বরদী পিয়ারাখালী মহল্লার বিএম টাওয়ারের পাশে মাঠে সারাদিনব্যাপী প্রতিষ্ঠানের কোমলমতি শিশু-শিক্ষার্থী এবং অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের পরিচালক শাহিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধণ করেন, ঈশ্বরদী পৌরসভার স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলাম সাবু। পুরস্কার বিতরনের সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নুরুল আলম নুরু।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত ট্রেন পরিচালক, বীর-মুক্তিযোদ্ধা এম এ, কাদের, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আসাদুর রহমান, অভিভাবক প্রতিনিধি আক্তার হোসেন, সংবাদকর্মী টিপু সুলতান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের দ্বারা মাঠ পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের বরণ, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, উদ্বোধণী ভাষণ, শপথ বাক্য পাঠের মাধ্যমে ক্রীড়ানুষ্ঠান শুরু হয়। বার্ষিকী ক্রীড়া প্রতিযোগীতায় শিশুদের উচ্চতা অনুযায়ী ১৫ টি ইভেন্টের খেলাধূলাতে শিশুরা অংশগ্রহণ করেন ।

এছাড়াও প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইভেন্টের মধ্যে ছিল,বালক-বালিকাদের দৌড়, চকলেট দৌড়, মেধা-যাচাইয়ে অংক দৌড়,ফুল কুড়ানে, কবিতা আবৃত্তি, যেমন খুশি তেমন সাজ প্রভৃতি। শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষিকাদের জন্য ছিল গানে গানে ভাগ্য পরিক্ষা,অভিভাবকদের জন্য বালিশ খেলা প্রভৃতি। বিকেলে পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একমাত্র নারী শিক্ষিকাদের প্রতিষ্ঠান বর্ণমালা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জুলেখা খাতুন জুলি ম্যাডামের সার্বিক পরিচালনায় ক্রীড়া ও প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকাজুড়ে বেশ উৎসবমুখর পরিবেশ ছিল সারাদিন।

অনুষ্ঠান উপভোগ করতে স্থানীয় মানুষ, অভিভাবকের উপস্থিত দেখা যায়। উল্লেখ্য মাত্র কয়েক বছরেই বর্ণমালা বিদ্যানিকেতন বেশ সুনাম ও পরিচতি লাভ করে এগিয়ে যাচ্ছে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর