বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

রুশ সহায়তায় ভারতে ষষ্ঠ এনপিপি ইউনিটের নির্মাণ শুরু

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

ভারতে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ষষ্ট ইউনিটে ফার্স্ট কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে গত ২০ ডিসেম্বর এর মূল নির্মাণ কাজ শুরু হয়েছে। কুদানকুলাম প্রকল্পের ছয়টি ইউনিট নির্মাণে সহযোগিতা প্রদান করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম। এইএস-৯২ ডিজাইন অনুসারে নির্মীত বা নির্মীয়মান এই ইউনিটগুলোতে ব্যবহৃত হয়েছে বা হবে ভিভিইআর-১০০০ (ভি-৪১২) রিয়্যাক্টর। রসাটমের বাংলাদেশীয় গণমাধ্যম প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই খবর জানা গেছে।

প্রথম ধাপে ইতোমধ্যে দু’টি ইউনিট ইতোমধ্যে বিদ্যুৎ উৎপাদন করছে। দ্বিতীয় ধাপের তৃতীয় ও চতুর্থ ইউনিটের নির্মাণ কাজ এগিয়ে চলছে। তৃতীয় ইউনিটে রিয়্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনের প্রস্তুতি চলছে। তৃতীয় ধাপে পঞ্চম ইউনিটের ফার্স্ট কংক্রিট অনুষ্ঠিত হয় চলতি বছরের জুন মাসে।

এএসই ভাইস-প্রেসিডেন্ট, ইন্ডিয়ান প্রকল্প আন্দ্রেই লেবেডেভ জানান, “কুদানকুলাম প্রকল্পের তৃতীয় ধাপের কাজ সম্পন্ন হলে তামিলনাডুসহ সমগ্র ভারতে শিল্প ও বাণিজ্য উন্নয়নে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। এছাড়াও এর ফলে রুশ ডিজাইনের অত্যাধুনিক ও উচ্চক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ ইউনিট ব্যাবহারের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ দু’টি দেশের মধ্যে পারমাণবিক ক্ষেত্রে শান্তিপূর্ণ সহযোগিতার ব্যাপারে পারষ্পরিক আস্থা আরো বৃদ্ধি পাবে”।

ইউনিট পাঁচ এবং ছয়ের জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করছে রাশিয়া এবং একই সঙ্গে ইউনিট দু’টির নির্মাণের জন্য ওয়ার্কিং ডকুমেন্টেশনও তৈরী করছে দেশটি।

২০১৪ সালের ১০ এপ্রিল তৃতীয় এবং চতুর্থ ইউনিটের জন্য সাধারণ কাঠামো চুক্তি সম্পাদনের পরই ভারতের সঙ্গে পঞ্চম ও ষষ্ট ইউনিট নিয়ে আলোচনা শুরু করে রাশিয়া। ফলশ্রæতিতে দ্বিতীয় ধাপের ইউনিটগুলোর ডিজাইন অনুসরণ করেই পঞ্চম ও ষষ্ট ইউনিটের নির্মাণের ব্যাপারে উভয় দেশ ঐক্যমত্যে পৌছায়। ২০০৮ সালের ৫ ডিসেম্বর সম্পাদিত আন্তঃসরকারী চুক্তির অধীনে ২০১৭ সালের ১ জুন একই সঙ্গে একটি ক্রেডিট প্রটোকল এবং পঞ্চম ও ষষ্ট ইউনিটের জন্য সাধারণ অবকাঠামো চুক্তি সম্পাদিত হয়।

কুদানকুলাম প্রকল্পের নতুন ইউনিটগুলো আন্তর্জাতিক আনবিক শক্তি এজেন্সী নির্ধারিত সকল শর্তাবলী পূরণ করে নির্মীত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে নিউকিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া এবং সাধারণ নকশা প্রনয়ন ও মূল যন্ত্রপাতি সরবরাহের দ্বায়িত্ত পালন করছে রসাটমের প্রকৌশল শাখা- এএসই।

উল্লেক্ষ্য, বাংলাদেশের রূপপুরে রাশিয়ার আর্থিক ও কারিগরী সহায়তায় নির্মীত হচ্ছে দেশের প্রথম এবং সর্বাধুনিক ৩+ প্রজন্মের দু’টি ইউনিট। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগা-ওয়াট।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর