বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

রাত পোহালেই ইউনিয়ন পরিষদ নির্বাচন ঈশ্বরদীতে !! আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল কায়েস।

আর মাত্র কয়েক ঘন্টা রাত পোহালেই ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ৮১টি ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হচ্ছে। বিকেল ৩টায় উপজেলা পরিষদের হলরুম থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন।

আগামীকাল ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গ্রহণ চলবে এক টানা বিকেল ৪টা পর্যন্ত। সে কারনে আজ শনিবার বিকেল ৩টা থেকে ভোট কেন্দ্রে সকল নির্বাচনী সামগ্রী বুঝে নিয়ে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা স্ব-স্ব ভোট কেন্দ্রে ভুটভুটি ও লেগুনায় করে মালামাল নিয়ে যাচ্ছেন। এ জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল কায়েস জানান অবাধ ও সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। নির্বাচনে যেন কোনো ধরনের সহিংসতা না ঘটে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া আছে। নির্বাচন সুষ্ঠু করতে র‍্যাব, পুলিশ, বিজিপি ও আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন ৪ জন ম্যাজিষ্টেট। থাকবে ৩ প্লাটুন বিজিবি, স্ট্রাইকিং ফোর্সসহ প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ভোট কেন্দ্রে নিরাপত্তার পাশাপাশি ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে এসে আবারো নিরাপদে বাসায় ফিরে যেতে পারে সে জন্য ষ্ট্রাইকিং এবং মোবাইল টীম সারাক্ষন পেট্রোল ডিউটি করবে।

এ দিকে ঈশ্বরদী-আটঘরিয়া (সার্কেলের) অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, ৮১টি ভোট কেন্দ্র। প্রতিটি ভোট কেন্দ্রে ৫ জন পুলিশ এবং ১৭ জন আনসার ভিডিপির সদস্য নিয়োজিত থাকবে। এ নির্বাচনে ৬শত পুলিশ সদস্য ১ হাজার ৩ শত ৭৭ জন আনসার সদস্য সহ পুলিশের ৪টি পেট্রোলিং টিম ও ২টি ষ্ট্রাইকিং টিম থাকছে সার্বক্ষনিক। তিনি জানান রাতে প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনের সাথে সংশ্লিষ্ঠ সকল কর্মকর্তা কর্মচারী ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রে অবস্থান করবেন।

উলেক্ষ্য ঈশ্বরদী উপজেলায় সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১২৬২৪ জন। পুরুষ ভোটার  ১১১১৫১ জন  নারী ভোটার ১০১৪৭৩ জন।

এর মধ্যে সাঁড়া ইউনিয়নে পুরুষ ভোটার  ১১৬১২ জন  নারী ভোটার ১০৯৯৭ জন। পাকশী ইউনিয়নে পুরুষ ভোটার  ১৬৯৬১ জন  নারী ভোটার ১৬১৮৬ জন। সলিমপুর ইউনিয়নে পুরুষ ভোটার  ২২০৮৫ জন  নারী ভোটার ২০৩৭৯ জন। লক্ষীকুন্ডা ইউনিয়নে পুরুষ ভোটার  ৯৮০৯ জন  নারী ভোটার ৮৭৯৩ জন। দাশুড়িয়া ইউনিয়নে পুরুষ ভোটার  ১০২২২ জন  নারী ভোটার ১২৭২২ জন। মুলাডুলি ইউনিয়নে পুরুষ ভোটার  ১৭০৬০ জন  নারী ভোটার ১৩৯৮৭ জন ও সাহাপুর  ইউনিয়নে পুরুষ ভোটার  ২০৪০২ জন  নারী ভোটার ১৮৪০৯ জন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর