ঈদের পর বেড়েছে ঈশ্বরদীর লিচুর চাহিদা। ভালো মানের প্রতিপিস লিচুর দর উঠেছে ৪ টাকা পর্যন্ত। অনাবৃষ্টির কারণে ফলন কিছুটা কম হলেও এবার লিচু বিক্রি করে প্রায় দ্বিগুণ দাম পেয়ে হাসি ফুটেছে চাষিদের মুখে।
চাহিদা বেড়ে যাওয়ায় গাছ থেকে লিচু নামাতে ব্যস্ত সময় পার করছেন ঈশ্বরদীর লিচু বাগান মালিকরা।
বাগানে প্রতিপিস লিচু ৩ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হলেও বাজারে তার দাম উঠেছে ৪ টাকা পর্যন্ত। বাগান মালিকদের আশা, অতিরিক্ত চাহিদার কারণে লিচুর দাম বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, লিচুর বাগানে পাইকারি ক্রেতারা প্রতি হাজার লিচু কিনছেন ৩ হাজার ৬০০ থেকে ৪ হাজার টাকায়। মাত্র তিন দিনের ব্যবধানে প্রতিপিস লিচুতে ১ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত দাম বেড়েছে বলে জানালেন ব্যবসায়ী ও আড়তদারা। যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ।
আড়তদাররা জানান, লিচুর কোয়ালিটি হিসেবে দাম কম বেশি হচ্ছে।