বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

পাবনা সদর পৌর নির্বাচন, নৌকার বিরোধীতা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বহিষ্কার, কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানোয় পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ ও সাধারণ সম্পাদক আরমান হোসেনকে বহিষ্কার উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পাবনা সদর পৌরসভা নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করায় পাবনা সদর উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান শেখ এবং সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল এবং একই সাথে পাবনা সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

তবে, এ বহিষ্কারাদেশে কোন দুঃখ নেই বলে মন্তব্য করেছেন সদর উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাধারন সম্পাদক আরমান হোসেন। তিনি বলেন, অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করার আদর্শ নিয়ে ছাত্রলীগের রাজনীতি শুরু করেছিলাম। হাইব্রীড টাকাওয়ালা ও স্বাধীনতাবিরোধীদের কাছে এখন পাবনার রাজনীতি জিম্মি হয়ে পড়েছে। টাকার বিনিময়ে আদর্শ না বিকিয়ে, ত্যাগী ও আদর্শবান আওয়ামীলীগের পক্ষে থাকায় আামাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় এমন বহিষ্কার হতে আমি হাজারবার রাজি আছি।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর