বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

ঈশ্বরদীর জিগাতলায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন
কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।

পাবনার ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধায় উপজেলা সাহাপুর ইউনিয়নের জিগাতলায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সেহাব উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

এ সময় কম্বল পেয়ে উচ্ছাসিত অসহায় দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীরা। কম্বল বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, এই শীতে প্রতিবন্ধীরা যাতে কষ্ট না পায় তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র  প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেছি এবং সমাজের অসহায়, ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় তিনি সমাজের বৃত্তবানদের উদ্দেশ্য করে বলেন প্রতিবন্ধীদের ফেলনা ভাবা যাবে না। সকলকে সহযোগিতার মনোভাব নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর