বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে ৩টি অবৈধ ইটভাটায় অভিযান, এক লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
অবৈধ ইটভাটায় অভিযান।

পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে ইট ভাটা পরিচালনা ও পরিবেশ দূষণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করে  ৩টি ইট ভাটার এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩ টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত উপজেলার লক্ষীকুন্ডা এলাকায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোনের খান। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের  কৈকুন্ডা ও বিলকেদা এলাকায় অবস্থিত মেসার্স এস.বি.এম. ব্রিকসে ৩০ হাজার  টাকা,  মেসার্স নবীনগর ব্রিক্সসে ৪০ হাজার টাকা ও মেসার্স ন্যাশনাল স্টার ব্রিক্সসে ৩০ হাজার  টাকা জরিমানা করা হয়। অবৈধ ৩ টি ইট ভাটায় মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ২০১৩ অনুযায়ী ৬ ধারায় অবৈধ ভাটা স্থাপন, ইট তৈরী ও কাঠ পোড়ানোর অপরাধে ৩ জন ইট ভাটার মালিককে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোনের খান জানান, অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করায় এবং ইট ভাটার মাধ্যমে পরিবেশ দূষণ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন  ২০১৩ অনুযায়ী ৬ ধারায় অনুযায়ী ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় ৩ টি ভাটার মালিককে ইট তৈরী ও কাঠ পোড়ানোর অপরাধে ইট ভাটার মালিকদের সর্বমোট এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তিনি আরো বলেন, অবৈধ অন্য সব ভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর