প্রকৃতিতে এখন ঋতুবদলের আয়োজন। হেমন্তের সোনালি ডানায় ভর করে আসে শীত। হিমেল হাওয়ায় শান্ত হয় পরিবেশ। কাগজে–কলমে শীত ঋতু শুরু হবে পৌষ মাসে। তবে পাবনার ঈশ্বরদীতে আগেই আগমনী বার্তা দিতে শুরু করেছে প্রকৃতি। শহরগুলোতে দালান কোঠার ভিরে শীত একটু পরে এলেও গ্রামে উকি দিতে শুরু করেছে শীত।
শীতের আগমনে হঠাৎ কুয়াশাচ্ছন্ন হয়ে যায় চারপাশ। এ সময় ঈশ্বরদী পাবনা আঞ্চলিক সড়কে হেড লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে যানবাহন গুলোকে। এতে প্রকৃতিতে কিছুটা শীতের আমেজ লক্ষ্য করা গেছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের কর্মকর্তা নজরুল ইসলাম রন্জন জানান, ক্রমান্বয়ে কুয়াশা পড়তে শুরু করেছে। একইসঙ্গে রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। এতে হালকা শীতের অনুভূতি স্পষ্ট হচ্ছে। আগামী মাস থেকে শীত পড়তে শুরু করবে।
ঈশ্বরদীতে হঠাৎ করে আজ ভোর থেকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা যায়। শীত না আসলেও হঠাৎ করে কুয়াশা দেখা গিয়েছে। সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশা লক্ষ্য করা যায় শহরজুড়ে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটতে থাকলে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়। এ ছাড়া নদী এলাকাতে আরও ঘন কুয়াশা লক্ষ্য করা যায়।