শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

ঈশ্বরদী বাজার ব্যবসায়ীদের সাথে পৌর প্রশাসকের মতবিনিময়

বার্তাকক্ষ
আজকের তারিখঃ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাশ।

ঈশ্বরদী বাজারের উন্নয়ন, পরিচ্ছন্নতা, কর আদায় সহ বিভিন্ন বিষয়ে ঈশ্বরদী বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা   পৌর প্রশাসক সুবীর কুমার দাশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সম্নয়ক মাহমুদুর রহমান জুয়েলের সভাপত্বিতে ঈশ্বরদী শিল্প বণিক সমিতির মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সম্নয়ক বাজার ব্যবসায়ীরা যানজট, ড্রেনেজ ব্যবস্থা, লাইটিং, বজ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।  

সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসক মনোযোগ সহকারে ব্যবসায়ীদের কথা শুনেন এবং সবার সহযোগিতা নিয়ে দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এলামুল কবির, পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, পৌর সেনেটারী ইন্সপেক্টর আবুল কায়সার সুজা,  ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সম্নয়ক রবিউল আলম সজিব, আশিকুর রহমান নান্নু, মনির প্লাজার স্বত্বাধিকারী আশা, ব্যবসায়ী সামাজিক সংগঠন মানাব এর সভাপতি মাসুম পারভেজ কল্লোল সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

মতবিনিময় সভায় পৌর প্রশাসক সুবীর কুমার দাশ বলেন, পৌরসভা কর্তৃপক্ষের একার পক্ষে একটি পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব নয়। পরিচ্ছন্ন শহর গড়তে হলে সবার আগে বাজার ব্যবসায়ীদেরকে একযোগে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। তবেই একটি পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব হবে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর