ঈশ্বরদী পৌর সড়কের দুপাশে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড ও বিলবোর্ড উচ্ছেদ করেছে ঈশ্বরদী পৌরসভা।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টায় ঈশ্বরদী পৌর শহরের বাজার এলাকায় উচ্ছেদ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাশ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, কন্জারভেন্সী ইন্সেপেক্টর রুয়েল সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযান বিযয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দশ বলেন, যারা অবৈধ ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড ও বিলবোর্ড দিয়ে সড়কের দুই পাশ দখল করে রেখেছেন। সে সব ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।
আর যারা পৌরসভার আইন মেনে বিজ্ঞাপনের টাকা পরিশোধ করেন নায়। তাদের সে সব বিলবোর্ড উচ্ছেদ করা হচ্ছে। ইতো মধ্যে অনেকই বকেয়া বিল পরিশোধ করে দিয়েছেন। বিল পরিশোধ না করে কেউ বিলবোর্ড টাঙাতে পারবে না।