ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ এর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ফোন করে অর্থ দাবির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩১ আগস্ট) সকাল থেকে এ পর্যন্ত ঈশ্বরদী সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে মোবাইল করে মোটা অংকের টাকা চাওয়া হচ্ছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, একটি অসাধু চক্র উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে টাকা দাবি করেছে। এর মধ্যে ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সবাইকে সতর্ক থাকার বিজ্ঞপ্তি দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে থানায় জানানো হয়েছে। দ্রুত চক্রটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একটি অসাধু চক্র আছে তাদের কাজ শুধু সরকারি কর্মকর্তাদের নম্বর ক্লোন করে চাদাঁবাজি করা।