সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো পাবনার ঈশ্বরদীতে এইচএসসি ও সমমান পরীক্ষা ।
অন্যদিকে পরীক্ষা সুষ্ঠু করতে ভিজিল্যান্স টিমের পাশাপাশি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন্দ্রগুলো পরিদর্শন করেন। প্রথম দিন পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রগুলোর সামনে ভীড় ছিলো শিক্ষার্থী-অভিভাবকদের। এবছর উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী- প্রথমদিনে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা-দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি সিলেবাস অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সরেজমিনে ঈশ্বরদী সরকারী কলেজ, ঈশ্বরদী মহিলা কলেজ, সরকারী সাঁড়া মাড়োয়াড়ী মডেল স্কুল এ্যান্ড কলেজ, ঈশ্বরদী আলিয়া মাদ্রাসা ও সরকারী ভোকেশনাল কলেজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। আর কলেজ গেটের বাহিরে অপেক্ষা করছেন অভিভাবকরা। এ দিকে পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ঈশ্বরদীতে ৫টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩ হাজার ২৪৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। এর মধ্যে কলেজে ২ হাজার ৬১২ জন, মাদ্রাসা থেকে ১১৫ জন, ভোকেশনাল থেকে ৫২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ জানান, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসএসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রেগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষাগুলো নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।