মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে কোরবানির সংগ্রহ করা মাংসের জমজমাট বাজার

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে কোরবানির সংগ্রহ করা মাংসের জমজমাট বাজার

ঈদুল আজহার প্রথম দিনের পশু কোরবানি চলছে। সারাদেশের মতো ঈশ্বরদীতে সকাল থেকে পরম করুণাময় আল্লাহর নৈকট্য লাভের আশায় সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

আজ ঈশ্বরদী শহরের রাস্তাঘাট-হাটবাজার ফাঁকা হলেও রেলগেট, ফকিরের বটতলা, বুকিং অফিস সহ বিভিন্ন মোড়ে মোড়ে বিকেল হতে জমে উঠেছে কোরবানির সংগ্রহ করা মাংস বিক্রির অস্থায়ী বাজার।

বিক্রেতারা সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরে এই মাংস সংগ্রহ করেছেন। আবার কেউ কেউ একদিনের কসাই হয়ে কাজ করে পেয়েছেন এ মাংস। অল্প অল্প করে মাংস জমিয়ে ব্যাগ ভরে বেচতে এসেছেন।

আর ক্রেতারা নিম্নবিত্তের মানুষ। যাদের কোরবানি দেয়ার সামর্থ্য নেই বা বাজার হতে বেশী দামে মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই তারাই ভীড় জমিয়েছে। গরীবের জন্য বরাদ্দকৃত মাংস যারা হাত পেতে নিতে পারেন না, তারাই এই মাংসের ক্রেতা।

রেলগেটে সরেজমিনে দেখা যায়, নিম্নমানের মাংস বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে।  আর ভালো মাংসের দাম ৪০০-৪৫০ টাকার কম নয়। ওজন না করে কেউ কেউ ব্যাগ সহ দাম হাঁকছেন।  আর খাসীর মাংস ৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর