মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে ভেজাল সেমাই কারখানায় ভোক্তা অধিদফতরের অভিযান

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে নকল সেমাই উৎপাদন ও বিক্রয় করার অভিযোগে তমিজউদ্দীন এ্যান্ড সন্স প্রতিষ্ঠানকে  ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল দুপুরে উপজেলার তছের পাড়া এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার তছের পাড়া এলাকায় তমিজউদ্দীন এ্যান্ড সন্স নামের একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে কারখানাটিতে প্রসিদ্ধ ব্র্যান্ডের মোড়ক নকল করে সেমাই উৎপাদন ও বিক্রি করা হচ্ছিল। বৈধ কাগজপত্র ও বিএসটিআইর অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ নকল সেমাই ধংস করা হয়। এ সময় জেলা পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি আরও জানান ঈদের সময় সেমাইয়ের চাহিদা বেশি থাকার কথা চিন্তা করে তমিজউদ্দীন এ্যান্ড সন্স নকল সেমাই উৎপাদন ও বিক্রয় করে আসছিল।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর