বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়

ডেইলি ঈশ্বরদী নিউজ ডেক্সঃ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী সাঁড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২২ এপ্রিল)  বিকেল সাড়ে ৪ টায় উপজেলার সাঁড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জমশেদ আলী সরকারের সভাপতিত্বে, সাধারন সম্পাদক সাজেদুল করিমের সঞ্চালনায় সাঁড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থীকে বিজয়ী করার লক্ষে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু,সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বিশ্বাস,পাকশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, সাহাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আকাল সরদার, সাধারন সম্পাদক আতিয়ার রহমান ভোলা,দাশুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বাদশা মালিথা, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন,
সাঁড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বগা।

এছাড়া উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, সাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বজন সরদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তোতা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম সরদার সহ সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ ও সর্বস্তরের জনগণ ।

উল্লেখ্য, ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে পদপ্রার্থী সাঁড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, পরপর দুইবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা পেয়ে, জনগণের ভোটে সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। পরে জনগণের সিদ্ধান্তে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করেন। চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক রানা সরদার সবার কাছে দোয়া কামনা করেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর