বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে থাকায় ঈশ্বরদীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
ফাইল ফটো।

তীব্র শীতে পাবনার ঈশ্বরদীর জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে, তাপমাত্রা নেমে গেছে ১০ ডিগ্রীর নিচে। তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে থাকায় বন্ধ ঘোষনা করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান। তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নেমে গেলে বিদ্যালয় বন্ধ রাখার সরকারি নির্দেশনাও রয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে এটি ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা।

গত এক সপ্তাহ ধরে উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মাঘের হাড়কাঁপানো শীতে চরম বিপাকে পড়েছে বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ জানান তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নেমে যাওয়ায় আগামীকাল উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান ‘ঠান্ডার কারণে শ্রেণিকক্ষে শিক্ষকরা ঠিকমতো পাঠদান করতে পারবেন না। শিক্ষার্থীরাও ঠিকমতো পড়াশোনা করতে পারবে না। এ দিকে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে তারাও সরকারের এই সিদ্ধান্ত পালন করতে একমত পোষন করেছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীতে আজ ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। উপজেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এ সপ্তাহে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর