মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল ঈশ্বরদীর অভিযানে ১ হাজার ৩৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার পশ্চিম এওয়াজপুর গ্রামের আব্দুর রব বারীর ছেলে আবু তাহের।
রবিবার (১৪ জানুয়ারী) সন্ধা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা খ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
পাবনা ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার বাঙ্গাবাড়িয়া বাজারস্থ আব্দুল হাই মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাসি কালে কাশিনাথপুর হতে পাবনা গামী যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো– ব– ১৪– ৫১১০ উত্তরণ নামীয় বাসে তল্লাসি পরিচালনার সময় যাত্রী বেসে থাকা মাদক ব্যবসায়ী আবু তাহেরের দেহ তল্লাশি করে তার নিকট ১ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।