বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

মাদকের অভিযানে চার সহস্রাধিক ইয়াবাসহ আটক ২

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল ঈশ্বরদীর অভিযানে চার হাজার ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত টিম নিয়ে পাবনা জেলার পাবনা সদর থানার খয়েরসুতি গ্রামের রফিক শেখের দোকানের সামনে পাকা রাস্তার বিভিন্ন যানবাহনে অভিযান চালানো হয়।

এ সময় যাত্রীবাহী সিএনজির পেছনের সীটের যাত্রী আলামিন ওরফে মুন্না (৩২) কে তল্লাশি করে জ্যাকেটের পকেটের মধ্যে দুই হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। মুন্না পাবনা সদর থানার কাশিপুর গ্রামের মৃত মুক্তার হোসেনের পুত্র। এসময় মুন্নার সঙ্গি তসলিমা ওরফে রিমা (২০) নামের একজন রোহিঙ্গা মেয়ের লেডিস পার্স তল্লাশি করে দুই হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।##


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর