পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করণে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নেপোলিয়ন বলেছেন আমাকে শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি দেব।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার দ্বীপ চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও কোশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান অর্জনে বাংলাদেশ সরকার শিক্ষকদের পাশাপাশি মায়েদের যদি আরো বেশি দায়িত্ববান যত্নশীল এবং সচেতনা বৃদ্ধি করা যায় তাহলে প্রাথমিক শিক্ষার গুণগত মান অর্জন করা সম্ভব। প্রাথমিক শিক্ষার গুণগত মান অর্জনে বর্তমান সরকার যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, ইতিপূর্বে অন্য কোন সরকারের আমলে তা পরিলক্ষিত হয়নি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হাসান, দ্বীপচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিনা শামসুন্নাহার , গভর্নিং বডির সভাপতি আজিম উদ্দিন প্রামাণিক , কোশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, গভর্নিং বডির মোসলেম উদ্দিন , পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি,দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আলী, সাধারণ সম্পাদক শাহজাহান আলী,৮নং ওয়ার্ডের মেম্বার জিয়া মোল্লা, শিক্ষক মামুন, শিক্ষক আরিফুল ইসলাম মিঠু সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।