বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে ৫০তম গ্রীষ্মকালীন খেলাধুলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা।

পাবনার ঈশ্বরদীতে উপজেলা পর্যায়ে ৫০তম স্কুল, মাদরাসা কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্কুল, মাদরাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস এর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) টি. এম. রাহসিন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, নর্থ বেঙ্গল পেপার মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সরকারী সাঁড়া মাড়য়ারী মডেল স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল হক শাহিন, ভাষা শহিদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন, দাদাপুর মাধ্যমিক বিদ্যালয় (সেসিপ) এর প্রধান শিক্ষক খালেদা আক্তার সহ উপজেলার সকল স্কুল, মাদরাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ক্রীড়া শিক্ষকগণ।

এসময় সভাপতির বক্তব্যে নায়েব আলী বিশ্বাস বলেন, প্রতি বছরের ন্যায় এবারেও গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করবে। খেলাধুলার মাধ্যমে তাদের শরীর মন দুটোই ভালো থাকবে। তাই পড়াশোনার পাশাপাশি বেশি বেশি খেলাধুলার প্রয়োজন।

তিনি আরো বলেন, এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনের মধ্য দিয়ে ধেলাধুলার সার্থকতা খুঁজে পাবে দেশের জনগণ। শুধু তাই নয় যে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যত বেশি ভাল খেলাধুলা করবে সে প্রতিষ্ঠানে তত বেশি সুনাম অর্জন করবে। এবং এখান থেকেই একদিন ভালো খেলোয়াড় হিসেবে গড়ে উঠেবে। এভাবে তারা বিভিন্ন জায়গায় খেলাধুলার মাধ্যমে ক্রীড়াজগতে দেশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

 


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর