কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক, ১৯৯২ সালে কমরেড রাশেদ খান মেনন হত্যা চেষ্টার ৩১ তম বার্ষিকীতে সন্ত্রাস বিরোধী দিবসে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিরোধ উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকেলে লালপুর উপজেলা শাখা ওয়ার্কাস পার্টি আয়োজনে বিক্ষোভ মিছিলটি নর্থ বেঙ্গল সুগার মিলস্ শহীদ মিনার চত্বরে থেকে শুরু হয়ে গোপালপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর বাজার রিক্সা স্ট্যান্ডে এসে শেষ হয় পরে এক পথ সভায় লালপুর থানা ওয়ার্কাস পার্টি সভাপতি বাবু সুকুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন লালপুর থানা ওয়ার্কাস পার্টি সাধারণ সম্পাদক মাষ্টার মতিউর রহমান,সহ- সাধারণ সম্পাদক কমরেড আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক কমরেড আব্দুস সামাদ, সদস্য আব্দুর রব, লালপুর থানা জাতীয় কৃষস সমিতির সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক বাবু, থানা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য তরিকুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে ছাত্র মৈত্রী,যুব মৈত্রী ওজাতীয় কৃষস সমিতি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে বক্তারা উল্লেখ করেন যে নাটোরের আখচাষী নেতা আব্দুস সালাম, ঝিনাইদহের মন্টু মাস্টার, চুয়াডাঙ্গার কৃষক নেতা রমজান, মকলেস, উজির সোহারাব সহ কুলবিলা গুচ্ছ গ্রামের ৮ জন ভূমিহীন খেতমজুর ও মেহেরপুরের কৃষক নেতা জহির হত্যাকাণ্ডে বিচার চাই৷