বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

পাবনায় মুরগীর খামার ও ডিমের আড়তে অভিযান, জরিমানা আদায়

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
মেসার্স মডার্ন পোল্টি ফার্ম।

ডিমের অস্বাভাবিক দাম বৃদ্ধির অভিযোগে পাবনার বিভিন্ন পোল্টি ফার্মে/ ডিমের আড়তে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনির নেতৃত্বে আনসার ব্যাটালিয়ন পাবনা সদরের সার্বিক সহযোগিতায় ডিমের দামে কারসাজি করা, ডিম বিক্রয় রশিদের মূল্য না থাকা এবং মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ প্রদর্শন না করার অপরাধে কোষাখালি, লঞ্চঘাট এলাকায় মেসার্স মডার্ন পোল্টি ফার্মকে ২০ হাজার টাকা এবং পাবনা শহরের বড় বাজারে পাইকেরী ডিম বিক্রেতা লোকমান হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি জানান, বাজার পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় আমরা অভিযান চালিয়েছি। ডিমের বিষয়টি নিয়ে জনগণের মধ্যে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। আমরা দেখছি, কোনো অসাধু ব্যবসায়ী বা ব্যক্তির দ্বারা যেন কারসাজিটা না হয়এই ব্যাপারে আমরা নজরদারি করছি।

তিনি আরও জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর