পাবনায় আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হেমায়েতপুর ৭নং ওয়ার্ডের বাঙ্গাবাড়িয়া মুজিব বাধ এলাকায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১২।
মঙ্গলবার (৯ মে) দুপুরে দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ও তার স্বজনরা জানায় গতকাল সোমবার রাতে হেমায়েতপুর ইউনিয়ন আ.লীগের ৭,৮,৯ নং ওয়ার্ডের বর্ধিত সভায় দুই পক্ষের হট্টগোলের সৃষ্টি হয়।
এমন সময় হেমায়েতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আনিস হোসেনের উপর ক্ষিপ্ত হয়ে পরে একই ওয়ার্ড আ.লীগের সভাপতি নজু মন্ডল এবং পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর হেমায়েতপুর পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুস সালাম এসে দুইপক্ষের মধ্যে সমঝোতা করে দেয়।
এরই জের ধরে আজ মঙ্গলবার দুপুরে হেমায়েতপুর ইউনিয়ন আ.লীগের ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি নজু মন্ডলের নেতৃত্বে আ.লীগ নেতা পলাশ, রাসেল, ভোলন, ডিলু, শুরুজসহ ২০/৩০ জন এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ৬ জন গুলিবিদ্ধসহ আহত হয় ১২ জন।