নাটোরের লালপুর উপজেলায় ৪টি আগ্নেয়াস্ত্রসহ ১শত ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোর ৩টার দিকে উপজেলা বিলমারিয়া ইউনিয়নে বাথানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি মোটরসাকেল ফেলে অজ্ঞাত ব্যক্তিরা পালিয়ে যায়। এসময় মোটরসাইকেল থেকে তিনটি কাটা রাইফেল ও তার ৯৭ রাউন্ড গুলি এবং একটি শট গান ও তার ২৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয় করেছে পুলিশ সুপার সাইফুর রহমান। এসময় পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গত রাত ২টার দিকে বিলমাড়ীয়া বাথানবাড়ি এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিল পুলিশ সদস্যরা। এসময় পুলিশ সদস্যদের দেখে মোটরসাইকেলে থাকা অজ্ঞাত তিনজন বস্তাসহ মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি জব্দ করে। জব্দ করা অস্ত্রের মধ্যে ২টি একনলা বন্দুক, ১টি রাইফেল, ১টি শটগান এবং ১শত ২২ রাউন্ড গুলি ছিল।
পুলিশ সুপার আরও বলেন, এ বিষয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব অস্ত্র ও গুলি কারা নিয়ে এসেছে তা পুলিশ তদন্ত করছে। তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।