ঈশ্বরদী উপজেলার পাকশীতে ফুরফুরা দরবার মাহফিলের প্যান্ডেলের কাজ শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাদ যোহর ফুরফুরা দরবার পাকশীতে মাহফিলের প্যান্ডেলের কাজ শুভ উদ্বোধন করেন পীরে মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী (রহঃ) এর উত্তরসূরী ফুরফুরা দরবার শরীফের গদ্দিনশীল পীর শাইখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশী।
এ সময় ফুরাফুরা দরবার, দারুশ শরীয়ত খানকাহ, পাকশীর স্থানীয় ও বিভিন্ন এলাকার ভক্ত আশেকানসহ উপস্থিত ছিলেন। মাহফিলটি আগামী ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ বুধার শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি শনিবার ফজরের পর মুনাজাতের মাধ্যমে শেষ হবে।
উল্লেখ্য যে ১৭ ফেব্রুয়ারি শুক্রবার দেশের দূরদুরান্ত হতে ধর্মপ্রাণ মুসলমান জুম্মার নামাজ এখানে আদায় করেন। এ সময় লক্ষ মুসল্লির সমাগম ঘটে। কর্তৃপক্ষ জানান মাহফিলে মহিলাদের আসা নিষেধ।